Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আঙ্গারু পাচ পীর মাজার শরিফ
Location
৮নং সলংগা ইউনিয়ন , উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
Transportation
হাটিকুমরুল-রাজশাহী রোর্ডের নাইমুড়ী নামক স্থান থেকে অথবা সাতটিকরী নামক স্থান থেকে মাক্রোবাস, ভ্যান রিক্সা অথবা শ্যালো চালিত ইঞ্জিনে ১৫ কিলোমিটার উত্তর দিক আঙ্গারু বাজারে এই পাচ পীর মাজার শরীফ অবস্থিত।
Details

আঙ্গারু পাচ পীর মাজার শরীফ  প্রত্যেক বছর ফাল্গুন মাসের শেষ সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার দিন এই মাজারে ওরজ মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়ে দেশের ও জনগনের মঙ্গল কামনা করেন।