Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম আদালত

৮নং সলংগা ইউনিয়ন পরিষদ কাযার্লয়, উল্লাপাড়া, সিরাজঞ্জ।

 

গ্রাম আদালতের বিধিমালা:

১। এখতিয়ার: ২৫,০০০/= (পঁচিশ হাজার টাকা) পযন্ত গ্রাম আদালতের এখতিয়া রয়েছে, যা দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিস্পত্তি করা হয়।

 

২। সংঘঠন: ৫ জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন হয়। আবেদন কারীর পক্ষে ১জন মেম্বর ও ১জন গন্যমান্য ব্যাক্তি, প্রতিবাধীর পক্ষে ১জন মেম্বর ও ১জন গন্যমান্য ব্যাক্তি এবং সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সব মোট ৫জন সদস্য।  

পূববতী মামলার রায়: পূববতী মামলার রায়=১০০%

 

মামলার আবেদন:

মোট মামলার আবেদন:২৮৩টি, রায়= ২৮০টি, মামলায় প্রেরণ=৩টি। ফৌজদারী: ২৬০টি ও দেওয়ানী: ২০টি।

 

 

৮নং সলংগা ইউনিয়ন পরিষদ কাযার্লয়, উল্লাপাড়া, সিরাজঞ্জ।

 

বিষয়:- ইউনিয়ন ছোট খাট বিরোধনিস্পতির প্রতিবেদন ১লা জুলাই-৩১জুন ২০১২।

(ক) সালিশী পরিষদ (খ)গ্রাম আদালত

 

প্রাপ্ত মামলার সংখ্যা

নিস্পতিকৃত মামলার সংখ্যা

গ্রাম আদালত থেকে উচ্চ আদালতে প্রেরণ

বাতিল কৃত মামলার ষংখ্যা

রায় বাস্তবায়ন কৃত মামলার সংখ্যা

আদায় কৃত অথের পরিমান

মামলর ধরণ

জুলাই মাসের শুরুতে মামালার জের

গ্রাম আদালতে প্রাপ্ত আবেদন

উচ্চ আদালত থেকে প্রাপ্ত

গ্রাম আদালতের মাধ্যমে

আপোষ মীমাংসার মাধ্যম

 

 

 

 

ফৌজাদারী

০৩

৪৮

০৩

৪৪

-

----------

০১

৪৪

১৪১১৬০

ক্ষতিপূরণ ও ফ্রি বাবদ

দেওয়ানী

-------

০৪

-------

০৪

---------

--------

---------

০৪

 

 

মোট

০৩

৫২

০৩

৪৮

---------

---------

০১

৪৮

 

১৪১১৬০

 

 

৪. উচ্চ আদালত থেকে মামলা তদন্তের জন্য পাঠানো হয়েছে ১০টি।

৫. উপজেলা নিবার্হী আফিসার বরাবর গ্রাম আদালতের ষাম্মসিক রিটার্ণ পাঠানো হয় নাই।

৬. (ক) অবকাঠামো সমস্যা নাই।

    (খ) গ্রাম আদালত ফরম ও রেজিস্টা  আছে।

    (গ) প্রশিক্ষ- হয়েছে।

৭. গ্রাম আদালত সংস্কান্ত প্রশিক্ষ- হয়েছে।

  প্রশিক্ষনে সময়-১৯-০৯-২০১১

মাদারীপুর লিগাল এইট এ্যাসোমসয়েশন রিস্রোর্স ট্রনিং সেন্টার।

৮. এলাকায় বিচার বহিভূত কোন ঘটনা নাই (যেমন দোররা মারা,জুতার মালা গলায় দেয়া,চলকাটা ইত্যাদি নাই।

                               

(তথ্য প্রধান কারী )             ( প্রতিস্বাক্ষর কারী কমর্কতা)