গ্রাম আদালতের বিধিমালা:
১। এখতিয়ার: ২৫,০০০/= (পঁচিশ হাজার টাকা) পযন্ত গ্রাম আদালতের এখতিয়া রয়েছে, যা দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিস্পত্তি করা হয়।
২। সংঘঠন: ৫ জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন হয়। আবেদন কারীর পক্ষে ১জন মেম্বর ও ১জন গন্যমান্য ব্যাক্তি, প্রতিবাধীর পক্ষে ১জন মেম্বর ও ১জন গন্যমান্য ব্যাক্তি এবং সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সব মোট ৫জন সদস্য।
পূববতী মামলার রায়: পূববতী মামলার রায়=১০০%
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস