Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

ইউনিয়ন পরিষদের কাযাবিল

 

১। পাঠশালা ও বিভিন্ন মেয়াদী পরিকল্পনা তৈরি ।

২। পল্লী অব কাঠাম উন্নয়ন ।

৩। শিক্ষা ও প্রাথমিক এবং গণ শিক্ষা কাযক্রম।

৪। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সর্ম্পকিত কাযক্রম।

৫। কৃষি, মৎস ও পশুসম্পদ এবং অন্যান্য অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা।

৬। মহামারী নিযন্ত্রন ও দুযোগ ব্যবস্থপনা।

৭। কর ফি, টোর ফি ইত্যাদি কর ধায করণ।

৮। খেলাধুলা সামাজিক উন্নতি ও সংস্কৃতি কাযক্রম।

৯। পারিবারিক বিরোধ নিরষণ ও সংরক্ষনের প্রয়োজনীয় ব্যবস্থ।

১০। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনের প্রয়োজনীয় ব্যবস্থ।

১১। জম্ম-মৃত্যু নিবন্ধন করণ।

১২। অপরাধ মূলক ও বিপজ্জনক ব্যবস্থা নিয়ন্ত্রন।

১৩। ই-গভনেন্স চালু ও উৎসহিত করণ।

১৪। জনপথ ও রাজপথের ক্ষতি প্রতিরোধ করণ।

১৫। সরকার কতৃক আরোপিত সময় সময়ে ধায বলি।

এছাড়া:

* আইন-শৃংঙ্গলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা। 

*অপরাধ বিশৃঙ্খলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা।

*কৃষি, বৃক্ষরোপন, মংস্য, পশু পালন, স্বাস্থ্য, কুঠির শিল্প, সেচ যোগাযোগ স্থাপন করা।

*পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রয়াস ঘটানো।

*স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবঙ তার ব্যবহার নিশ্চিত করা।

*জনগনের সম্পত্তি যথা-রাস্তা, ব্রীজ, কালভাট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষন করা।

*ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কাযাবলী পর্যালোচনা করা এবঙ প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ  বিষয়ে সুপারিশ করা।

*স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগনকে উৎসাহ প্রদান করা। 

*জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।

*সব ধরনের শুমারী পরিচালনা করা।

বিভিন্ন সমস্যার সমাধান, গ্রাম আদালত, শালিস, উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন প্রত্যয়ন পত্র প্রদান, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচালনা, আইন-শৃংঙ্খলা রক্ষা, রাস্তা-ঘাট, পুল-কালভাট নির্মান ইত্যাদি।