৮নং সলংগা ইউনিয়ন পরিষদ কাযার্লয়, উল্লাপাড়া, সিরাজঞ্জ।
গ্রাম আদালতের বিধিমালা:
১। এখতিয়ার: ২৫,০০০/= (পঁচিশ হাজার টাকা) পযন্ত গ্রাম আদালতের এখতিয়া রয়েছে, যা দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিস্পত্তি করা হয়।
২। সংঘঠন: ৫ জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন হয়। আবেদন কারীর পক্ষে ১জন মেম্বর ও ১জন গন্যমান্য ব্যাক্তি, প্রতিবাধীর পক্ষে ১জন মেম্বর ও ১জন গন্যমান্য ব্যাক্তি এবং সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সব মোট ৫জন সদস্য।
পূববতী মামলার রায়: পূববতী মামলার রায়=১০০%
মামলার আবেদন:
মোট মামলার আবেদন:২৮৩টি, রায়= ২৮০টি, মামলায় প্রেরণ=৩টি। ফৌজদারী: ২৬০টি ও দেওয়ানী: ২০টি।
৮নং সলংগা ইউনিয়ন পরিষদ কাযার্লয়, উল্লাপাড়া, সিরাজঞ্জ।
বিষয়:- ইউনিয়ন ছোট খাট বিরোধনিস্পতির প্রতিবেদন ১লা জুলাই-৩১জুন ২০১২।
(ক) সালিশী পরিষদ (খ)গ্রাম আদালত
| প্রাপ্ত মামলার সংখ্যা | নিস্পতিকৃত মামলার সংখ্যা | গ্রাম আদালত থেকে উচ্চ আদালতে প্রেরণ | বাতিল কৃত মামলার ষংখ্যা | রায় বাস্তবায়ন কৃত মামলার সংখ্যা | আদায় কৃত অথের পরিমান | |||
মামলর ধরণ | জুলাই মাসের শুরুতে মামালার জের | গ্রাম আদালতে প্রাপ্ত আবেদন | উচ্চ আদালত থেকে প্রাপ্ত | গ্রাম আদালতের মাধ্যমে | আপোষ মীমাংসার মাধ্যম |
|
|
|
|
ফৌজাদারী | ০৩ | ৪৮ | ০৩ | ৪৪ | - | ---------- | ০১ | ৪৪ | ১৪১১৬০ ক্ষতিপূরণ ও ফ্রি বাবদ |
দেওয়ানী | ------- | ০৪ | ------- | ০৪ | --------- | -------- | --------- | ০৪ |
|
মোট | ০৩ | ৫২ | ০৩ | ৪৮ | --------- | --------- | ০১ | ৪৮ |
১৪১১৬০
|
৪. উচ্চ আদালত থেকে মামলা তদন্তের জন্য পাঠানো হয়েছে ১০টি।
৫. উপজেলা নিবার্হী আফিসার বরাবর গ্রাম আদালতের ষাম্মসিক রিটার্ণ পাঠানো হয় নাই।
৬. (ক) অবকাঠামো সমস্যা নাই।
(খ) গ্রাম আদালত ফরম ও রেজিস্টা আছে।
(গ) প্রশিক্ষ- হয়েছে।
৭. গ্রাম আদালত সংস্কান্ত প্রশিক্ষ- হয়েছে।
প্রশিক্ষনে সময়-১৯-০৯-২০১১
মাদারীপুর লিগাল এইট এ্যাসোমসয়েশন রিস্রোর্স ট্রনিং সেন্টার।
৮. এলাকায় বিচার বহিভূত কোন ঘটনা নাই (যেমন দোররা মারা,জুতার মালা গলায় দেয়া,চলকাটা ইত্যাদি নাই।
(তথ্য প্রধান কারী ) ( প্রতিস্বাক্ষর কারী কমর্কতা)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস